এদিকে মুনমুন ও জাকিরের আদরের ছোট ছেলে শোভন হঠাৎ নেশাগ্রস্থ হয়ে পড়েন। তবে ভাইয়ের এই বিপদে জুঁইয়ের পাশে এসে দাঁড়ায় ওর ভালোবাসার মানুষ শাওন।
এমনই গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘চক্রজাল’। মাসুমা মায়মুরের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা এ কে আজাদ আদর।
টেলিফিল্মটিতে অভিনয়ের মাধ্যমে অনেকদিন পর ছোট পর্দায় দেখা যাবে নন্দিত অভিনেত্রী রোজি সিদ্দিকীকে। এতে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, নরেশ ভূঁইয়া প্রমুখ।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে ‘চক্রজাল’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
জেআইএম