এইদিকে অফিসে নতুন আসা ইরফানের আচরণ, দায়িত্বশীলতা বন্যাকে আকৃষ্ট করে। ইরফানও বন্যার প্রতি দুর্বলতা অনুভব করেন।
এ বিষয়টি বিশ্ববিদ্যালয় জীবনের ভালো বন্ধু ফারিনের সঙ্গে শেয়ার করেন ইরফান। কিন্তু ফারিনও যে তাকে ভালোবাসেন, তা কখনই বলতে পারেনি।
এমনই ত্রিভুজ প্রেমের গল্পে এগিয়ে যায় নাটক ‘ঝরা পাতার কাব্য’। রিয়াদ শিমুলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ পলাশ।
এতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী বন্যা মির্জা, তাসনিয়া ফারিন ও অভিনেতা ইরফান সাজ্জাদ’সহ অনেকে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘ঝরা পাতার কাব্য’ এনটিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
জেআইএম