ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

আলিয়াকে কটাক্ষ করে যা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৪, ফেব্রুয়ারি ৯, ২০১৯
আলিয়াকে কটাক্ষ করে যা বললেন কঙ্গনা কঙ্গনা-আলিয়া

আলিয়া ভাট’র কোনো নিজস্বতা নেই বলে কটাক্ষ করেছেন কঙ্গনা রনৌত। শুধু তাই না, আলিয়াকে করণ জোহরের হাতের পুতুল বলে আক্রমণ করেছেন কঙ্গনা।

কঙ্গনার অভিযোগ, কখনো কোনো সমস্যায় সহকর্মী হিসেবে আলিয়ার সহযোগিতা পাননি তিনি। এমনকি ‘মণিকর্ণিকা’ মুক্তির আগেও আলিয়া তাকে সমর্থন করেননি।

‘মণিকর্ণিকা’ বিতর্ক সম্পর্কে ব্যক্তিগতভাবে আলিয়ার মতামত জানতে চেয়েছিলেন কঙ্গনা। কিন্তু আলিয়া এ বিষয়ে চুপ থেকেছেন- যা মেনে নিতে পারেননি কঙ্গনা। সেই আক্ষেপ থেকেই আলিয়াকে করণ জোহরের হাতের পুতুল বলে ব্যঙ্গ করেন রনৌত।

কিন্তু আলিয়া কঙ্গনাকে বিরুপ প্রতিক্রিয়া দেখাননি। বরং বিনয়স্বরুপ নিজের ভুলই স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, কঙ্গনা আমাকে পছন্দ করে না, তা কিন্তু নয়। আমার আচরণে সে হয়তো ব্যথা পেয়েছে। আর আমার জন্য কোনো কষ্ট পেয়ে থাকলে তার কাছে আমি ক্ষমা চাচ্ছি।  

এর আগে করণ জোহরের সঙ্গে বির্তকে জড়িয়েছিলেন কঙ্গনা। সেই ক্ষোভ-ই- এবার আলিয়াকে দিয়ে প্রকাশ করলেন বলে গুঞ্জনও উঠেছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।