হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে টুইট করেছেন বলিউড-টলিউড তারকারা। আর সন্ত্রাসবাদী জঙ্গিদের জানিয়েছেন তীব্র নিন্দা।
এছাড়া ভারতীয় কবি-গীতিকবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার এবং তার স্ত্রী বলিউড অভিনেত্রী শাবানা আজমি পাকিস্তানের করাচি আর্ট কাউন্সিল আয়োজিত কাইফি আজমি’র কবিতা আলোচনা সভায় যোগদান করার কথা ছিল। কিন্তু সন্ত্রাসবাদী এই জঙ্গি হামলার কারণে এ সম্মেলন বাতিল করেছেন জাভেদ-শাবানা দম্পতি।
এদিকে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন করে এমন আভাসই দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
এ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে সরকার। আর এ বিষয়ে আলোচনা চালাবে বিশ্ব নেতারা।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ধাক্কা মারে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। অবশ্য এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জইশ-ই-মোহাম্মদ। তারা জানিয়েছে এই আত্মঘাতী হামলাটি করে ২০ বছর বয়সী এক যুবক। ঐ জঙ্গি যুবক পুলওয়ামারই বাসিন্দা ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
ওএফবি