ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে ‘গ্রে লাইট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে ‘গ্রে লাইট’ ‘গ্রে লাইট’ সিনেমার দৃশ্যে বাবা-মেয়ে

আগামী মার্চে ভারতের মুম্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নবম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল’। সপ্তাহব্যাপী এ উৎসব ২৪ মার্চ শুরু হয়ে চলবে ২ এপ্রিল পর্যন্ত।

এ উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্রে লাইট’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কিশোর মাহমুদ।

এর কাহিনী, সংলাপ ও চিত্রগ্রহণ করেছেন নির্মাতা নিজেই।

২১ মিনিটের স্বল্পদৈর্ঘ্য’র সিনেমাটিতে উঠে এসেছে এক অসহায় বাবা-মেয়ের গল্প। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রণব ঘোষ। তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী শান্তা।  

এর গল্প প্রসঙ্গে নির্মাতা কিশোর মাহমুদ বলেন, বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি। প্রায় দুই বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলাইত গ্রামে ১০ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছিলো। এই লাঞ্চনা বুকে নিয়ে বাবা-মেয়ে একসঙ্গে আত্মহত্যা করে। ঐ গল্পটি আমার সিনেমাতে তুলে ধরেছি।

নির্মাতা আরও জানান, নবম দাদা সাহেব ফিল্ম ফেস্টিভ্যাল’র পাশাপাশি ১৮ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেকেন্ড সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা’। সেখানেও প্রদর্শিত হতে যাচ্ছে ‘গ্রে লাইট’।

এর আগে যুক্তরাজ্যে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের প্লাটফর্ম ‘পাইনউড ফিল্ম ফেস্টিভ্যাল’- এ অফিসিয়ালি মনোনীত হয়েছিলো সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।