সেই তোমার চোখে নিখুঁত আমি/সব চেয়ে অপরুপ/এই তোমার মুখে আমার পাহাড়/সমান দোষের স্তূপ- এমন কথার দ্বৈত রোমান্টিক মেলোরক ঘরানার গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর-সঙ্গীতায়োজন করেছেন মার্ক ডন।
প্যাকআপ ফিল্মস’র ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন আশফাক নিপুন। এতে অভিনয় করেছেন সাবিলা নূর এবং ইয়াস রোহান। ভিডিওতে রয়েছেন শুভ-এলিটাও।
গানটি প্রসঙ্গে ডি রকস্টার শুভ বাংলানিউজকে বলেন, গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই প্রচুর শ্রম দিয়েছেন। আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। অনেক পরিকল্পনা নিয়ে আমরা কাজটি করেছি। অবশ্য বাণিজ্যিক চিন্তা নিয়ে গানটি করেনি। এককথায় বলতে পারেন, মান আর রুচির সম্পূর্ণতা বজায় রেখেই কাজটি করেছি। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমাদের এই প্রয়াস সার্থক হবে।
এলিটা বলেন, খুব ভালো একটি কাজ হয়েছে। গানটির মধ্যে এক ধরনের স্মৃতিকাতরতা রয়েছে। এর মধ্যে বর্তমান এবং ফেলে আসা সুখের আভাস পাবেন শ্রোতারা। গানটি শুনলেই শ্রোতারা তা বোঝতে পাবেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে ‘এই তুমি সেই তুমি’ শীর্ষক গানটি ভিডিওতে প্রকাশ পায়।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
ওএফবি