অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণী সঙ্গীত ব্যক্তিত্ব শেখ সাদী খান, নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, প্রযোজক কামরুল হাসান খান, রাজেশ ঘোষ, লোপা হোসাইনসহ আরো অনেকে।
বদরুল হাসান খান ঝন্টুর ক্যারিয়ারের প্রথম পূর্ণাঙ্গ একক অ্যালবামটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা।
১১টি গান নিয়ে সাজানো হয়েছে ‘শেষ ঠিকানা’। এ অ্যালবামের গানগুলো হচ্ছে- ‘নীল জোছনা’, ‘শেষ ঠিকানা’, ‘পাশে থেকো’, ‘বড় ভালোবাসি’, ‘ও প্রিয়’, ‘তুমি আমার ভালোলাগা’ প্রভৃতি উল্লেখযোগ্য।
এর গানগুলো লিখেছেন- রাজেশ ঘোষ, কানাই লাল ও আতাউর রহমান খান। সবগুলো গানের সুর-সঙ্গীতায়োজন করেছেন রাজেশ ঘোষ।
অ্যালবামের গানগুলো নিয়ে উপস্থিত তারকারা বেশ প্রশংসা করেন। প্রযোজনা প্রতিষ্ঠান, শিল্পী বদরুল হাসানসহ অ্যালবামসংশ্লিষ্ট সবাই গানগুলো নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন। আর শ্রোতাদের আহবান করেছেন ভালো গানে মনোনিবেশ করার।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
ওএফবি