ঢাকা, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

বিনোদন

বিজয় দিবস থেকে নিয়মিত সম্প্রচারে আসছে ‘বিজয় টিভি’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১
বিজয় দিবস থেকে নিয়মিত সম্প্রচারে আসছে ‘বিজয় টিভি’

আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের ৪০ বছর পূর্তি হবে। বিশেষ এ দিনটি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে নতুন স্যাটেলাইট টিভি চ্যানেল ‘বিজয় টিভি’।



১৬ ডিসেম্বর রাত ১২.০১ মিনিটে কেক কেটে চ্যানেলটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন বিজয় টিভির চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এমডি ড. মাহফুজুর রহমান।

উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হয়েছে দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সুবীর নদী, রফিকুল আলম, আবিদা সুলতানা, তপন চৌধুরী, শাকিলা জাফর, কনক চাঁপা, রবি চৌধুরী, নৃত্যশিল্পী সোহেল, মডেল অভিনেত্রী শখসহ আরও অনেকে।

‘বিজয় টিভি’ উদ্বোধনীর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন খন্দকার ইসমাইল ও লানা খান। বসুন্ধরা সিটিস্থ এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠিতব্য ‘বিজয় কথা’ শিরোনামের এ অনুষ্ঠানটি বিজয় টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময় ১৬৪০, ডিসেম্বর ১৪,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।