পোস্টে নির্মাতা লিখেছেন, ‘আসিফ ভাই আর পরীমনি। একজন কণ্ঠের জাদুকর অন্যজন রূপের।
এ বিষয়ে জানতে জানতে চাইলে আসিফ আকবর বাংলানিউজকে বলেন, ‘ওনার সঙ্গে মিউজিক্যাল ফিল্ম নিয়ে আমার কোনো ধরনের আলাপ হয়নি। আলাপ না করে হুট করে একটা বিষয় নিয়ে আওয়াজ দিলে কী হয়! কিছু দিনের মধ্যে আমার ‘গহীনের গান’ মুক্তি পাচ্ছে। আমি আপাতত এই সিনেমা নিয়ে ব্যস্ত আছি। ’
শামীমুল ইসলাম শামীম বলেন, ‘অনেক দিন আগে আমার কথায় ‘মংলোমদ’ নামের একটি গান গেয়েছিলেন আসিফ ভাই ও মুন সুর। সিনেমার জন্য গানটি তৈরি করেছিলাম। সঙ্গত কারণে গানটি আর সিনেমাতে ব্যবহৃত হয়নি। এরপর এই গানসহ আরও কয়েকটি গানের মিশ্রণে ২৫ মিনিটের একটি মিউজিক্যাল ফিল্ম নির্মাণের পরিকল্পনা করি।
‘এরই মধ্যে একজন প্রযোজকের সঙ্গে এর গল্প নিয়ে আলাপ করেছি। তিনি গল্প শুনে রাজি হয়েছেন। তাই আনন্দে আসিফ ভাইয়ের সঙ্গে বিস্তারিত আলাপ না করেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছি। ’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, আসিফ ভাই দ্বিমত পোষণ করবেন না। এটিই হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের প্রথম মিউজিক্যাল ফিল্ম। তাই যেনতেন মিউজক্যাল করবো না। বলেই দিই, অর্ধকোটি টাকাই নির্মিত হবে আমার এই মিউজিক্যাল ফিল্ম। এরই মধ্যে পরীমনির সঙ্গে এ বিষয়ে প্রার্থমিক আলাপ হয়েছে। ’
এর আগে শামীমুল ইসলাম শামীম ‘আমার প্রেম আমার প্রিয়া’ নামে একটি সিনেমা নির্মাণ করেন। এতে পরীর বিপরীতে অভিনয় করেন কায়েস আরজু।
এদিকে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে গায়ক ও নায়ক আসিফ আকবরের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। এটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
ওএফবি