ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তরুণ সংগীতশিল্পী পৃথ্বীরাজ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
তরুণ সংগীতশিল্পী পৃথ্বীরাজ আর নেই

ঢাকা: তরুণ সংগীতশিল্পী পৃথ্বীরাজ আর নেই। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির নিজ স্টুডিওতে তার মৃত্যু হয়।

পৃথ্বীরাজের ঘনিষ্ঠ বন্ধু গীতিকার যাযাবর রাসেল তার মৃত্যুর বিষয়টি জানান।

পৃথ্বীরাজের ঘনিষ্ঠদের সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে পৃথ্বীরাজ নিজের স্টুডিওতে যান।

তার স্ত্রী তাকে বারবার ফোন দিলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি। পরে স্টুডিওতে রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা গেলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত সিটি হসপিটালে নিয়ে যান। নানা পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তরুণ এ সংগীতশিল্পীকে ভোররাত সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

আরজে ও সংগীতশিল্পী রেহানের কণ্ঠে ‘আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না’ গানের সংগীত পরিচালক ছিলেন পৃথ্বীরাজ। গত বছর গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পৃথ্বীরাজ বেসরকারি এফএম রেডিও এবিসি’তে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫,  ২০১৯
জেআইএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।