ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে সেলিমের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘থ্রি কিসেস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ভালোবাসা দিবসে সেলিমের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘থ্রি কিসেস’ গিয়াস উদ্দিন সেলিম

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করতে যাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘থ্রি কিসেস’। এরই মধ্যে চিত্রনাট্যের কাজ সম্পন্ন করেছেন। তারিখ চূড়ান্ত না হলেও চলতি মাসের শেষের দিকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

স্বল্পদৈর্ঘ্য এই সিনেমায় অভিনয় করবেন- স্বাগতা, মনির খান শিমুল, আহমেদ হাসান সানি ও মিম রশিদ।

ওয়েব প্লাটফর্ম হইচই প্রতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ‘পাঁচফোড়ন’ শিরোনামে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা সিরিজ নির্মাণ করে।

পাঁচটির মধ্যে বাংলাদেশ থেকে দুজন এবং ভারত থেকে তিনজন নির্মাতা কাজ করেন।  

গেল বছর এই সিরিজের জন্য বাংলাদেশ থেকে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেন তৌকীর আহমেদ ও দীপঙ্কর দীপন। এ বছর দুটির মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম এবং অন্যটি করবেন ‘ডুবসাঁতার’ খ্যাত নূরুল আলম আতিক।

এদিকে মনপুরা ও স্বপ্নজালের পর নিজের তৃতীয় সিনেমা ‘পাপ-পুণ্য’র পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত রয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী প্রমুখ।  

নতুন বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।