ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিজয়ের মাসে ‘নিত্যপুরাণ’র তিন প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
বিজয়ের মাসে ‘নিত্যপুরাণ’র তিন প্রদর্শনী বিজয়ের মাসে ‘নিত্যপুরাণ’র তিন প্রদর্শনী

বিজয়ের মাসে দেশের তিন শহরের তিন মঞ্চে হতে যাচ্ছে দেশ নাটক’র আলোচিত প্রযোজনা ‘নিত্যপুরাণ’র মঞ্চায়ন। এটি দেশ নাটকের ১৫তম প্রযোজনা। নাটকটির রচনা ও নির্দেশনায় মাসুম রেজা।

শুক্রবার (২০ ডিসেম্বর) হরিগঞ্জের চুনারুঘাটে, ২৫ ডিসেম্বর নগরীর শিল্পকলা একাডেমি এবং ২৭ ডিসেম্বর পাবনার বনমালী থিয়েটারে মঞ্চস্থ হবে এই নাটক।

২০০১ সালে ১৪ জানুয়ারি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী হয়।

এরপর ২০০৩ সালে ৮৬তম মঞ্চায়নের পর নাটকটির প্রদর্শনী স্থগিত হয়ে যায়। এরপর কেটে গেছে প্রায় ১৪ বছর।  

অর্থাৎ সুদীর্ঘ বিরতি শেষে ২০১৭ সালের ১০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি পুনরায় মঞ্চস্থ হয়। যে কারণে চরিত্রগুলোতে বেশিরভাগ নতুন মুখ নিয়ে মঞ্চে হাজির হয়েছে দলটি।

নাটকটির প্রধান চরিত্র ‘একলব্য’ রূপায়ন করতেন প্রয়াত দিলীপ চক্রবর্তী। মূলত তার অনুপস্থিতির কারণেই এর মঞ্চায়ন স্থগিত ছিল। বর্তমানে ‘একবল্য’ চরিত্রে অভিনয় করছেন মামুন চৌধুরী রিপন। এর আগে নাটকটির ‘দ্রৌপদী’ চরিত্রে একাধিকজন অভিনয় করেছেন। বর্তমানে এই চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা।

নাটকটির সহকারি নির্দেশকের দায়িত্ব পালন করছেন অয়ন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।