ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

ছুটিতে মালদ্বীপে কাজল আগারওয়াল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ছুটিতে মালদ্বীপে কাজল আগারওয়াল মালদ্বীপে ছুটিতে কাজল আগারওয়াল

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মালদ্বীপে দারুণ সময় কাটাচ্ছেন। সেসঙ্গে চমৎকার মুহূর্তগুলো ভক্ত-অনুসারীদের সঙ্গে শেয়ার করছেন ইনস্ট্রাগ্রামে।

শুক্রবার (২০ ডিসেম্বর) কাজল আগারওয়াল তার ইন্সটাগ্রামে মালদ্বীপের রীথি ফারু রিসোর্টে পরিবারের সঙ্গে তার ছবি শেয়ার করে জানান, অবশেষে ছুটি কাটাচ্ছি। এই মুহূর্তগুলোর জন্য আমি মুখিয়ে ছিলাম।

আর ছুটি উদযাপনের জন্য মালদ্বীপে রীথি ফারু রিসোর্টের চেয়ে ভালো জায়গা আর কী-ই বা হতে পারে।  

পরিবারের সদস্যদের সঙ্গে কাজল আগারওয়াল

পরিবারের সঙ্গে রিসোর্টে দারুণ সময় কাটাচ্ছেন কাজল আগারওয়াল।

সারা বছরের কর্মব্যস্ততার শেষে পরিবারের সঙ্গে একান্ত সময় না কাটালেই নয়।

আর আপনজনের সান্নিধ্য তো সবচেয়ে মধুর।

স্বাধীনতা

প্রকৃতির মাঝেই কাজল খুঁজে পেলেন উন্মুক্ত স্বাধীনতা।  এই বাঁধভাঙা অবসরের জন্যই দীর্ঘদিন অপেক্ষা করছিলেন তিনি।

একান্তে প্রশান্তিতে

তেলুগু ব্লকবাস্টার ‘মাগাধীরা’ (২০০৯) সিনেমার জন্য দারুণ খ্যাতি পান কাজল আগারওয়াল।

ব্যস্ত জীবনের মধ্যে জীবনের রঙ ভুলে গেলে কি হয়?

তামিল ও তেলুগু সিনেমায় দারুণ জনপ্রিয় অভিনেত্রী তিনি।

সমুদ্রের অপার সৌন্দর্য

বলিউডের ব্লকবাস্টার ‘সিংহম’ (২০১১) সিনেমায় অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন তিনি।  

রিসোর্টটা কাজলের খুবই পছন্দের

কাজল আগারওয়ালের আগামী সিনেমা ‘ইন্ডিয়ান ২’ ও ‘মুম্বাই সাগা’ মুক্তি পাবে ২০২০ সালে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।