ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

নতুন বছরের প্রথম দিন গানচিত্রে পাপ্পুর ‘পাগলী রে তোর জন্য’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
নতুন বছরের প্রথম দিন গানচিত্রে পাপ্পুর ‘পাগলী রে তোর জন্য’ সাদমান পাপ্পু

আমি মানে তুমি’খ্যাত সংগীতশিল্পী সাদমান পাপ্পু। স্বল্পদিনের সংগীত ক্যারিয়ারে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তরুণ এই গায়ক। তারই ধারাবাহিকতায় তার কণ্ঠ প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান-ভিডিও।

পাপ্পুর কণ্ঠের নতুন গানের শিরোনাম ‘পাগলী রে তোর জন্য’। ইমরান হোসাইনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

 

দারুণ গল্পে গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে দেখা যাবে টিভি অঙ্গনের পরিচিত মুখ ইমতু রাতিশ এবং ফাতিমা আক্তার আদিবাকে।

এই গান প্রসঙ্গে সাদমান পাপ্পু বলেন, এটি একজন প্রেমিকের আর্তনাদের গান। অনেক সময় নিয়ে কাজটি করেছি আমরা। গানটির সঙ্গে দারুণ একটা গল্প তৈরি হলো ভিডিওটির মাধ্যমে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিন ধ্রুব মিউজিকের লোগানের প্ল্যাটফর্ম ‘ধ্রুব মিউজিক কটেজ’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গান-ভিডিও ‘পাগলীরে তোর জন্য’। এছাড়া গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।