ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

শাকিব খানের দেহরক্ষী হারুন মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, জানুয়ারি ৫, ২০২০
শাকিব খানের দেহরক্ষী হারুন মারা গেছেন

চিত্রনায়ক শাকিব খানের দেহরক্ষী হারুন উর রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন।

তার মৃত্যুর খবরটি বাংলানিউজকে জানিয়েছেন শাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ। তিনি জানান, হারুনের ব্রেন টিউমার হয়েছিল।

এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগছিলেন তিনি।  

হারুনের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।  

হারুন উর রশিদ বহু বছর ধরে শাকিব নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। সবসময় ঢাকাই শীর্ষ নায়কের সঙ্গে তাকে দেখা যেত। যার কারণে শোবিজের সবার কাছেই তিনি পরিচিত মুখ ছিলেন।

হারুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাকিব খান। তার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।