এ গান প্রসঙ্গে রূপা বড়ুয়া বলেন, ‘২০১৮ সালে গানটি গেয়েছিলাম। সেই সময় দাঁতের ব্যথার কারণে কোনো রকমে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম।
‘প্রথমবার রেকর্ড করা গানটি ছেড়ে দিলেন। তবে, ভালো খবর হলো- আমার জন্মদিনে (২৯ ডিসেম্বর) বাবা তার ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করেন। খরবটি শুনে বেশ আনন্দিত হয়েছি। এরই মধ্যে গানটির জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা। ’
ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন রূপা বড়ুয়া। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
ওএফবি