শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বরুণ। মঙ্গলবার (৭ জানুয়ারি) তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’র প্রচারণায় মধ্য প্রদেশে গিয়েছিলেন বরুণ।
তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর মতো ভয়ংকর ঘটনা আর হতে পারে না। এটা মেনে নেওয়া যায় না। অত্যন্ত দুঃজনক।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ্যমাধ্যম টুইটেও নিন্দা জানিয়েছেন বরুণ। সেখানে তিনি লেখেন, একজন ভারতীয় হিসেবে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত অাইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
রোববার (৫ জানুয়ারি) রাতে মুখে কাপড় বাঁধা এক দল যুবক নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সবরমতি ছাত্রাবাসে ঢুকে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করে। ওই হামলায় ঐশী ঘোষ’সহ ৩৪ জন আহত হন।
নিন্দনীয় এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। অভিযোগ উঠেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। নিন্দায় সরব হয়েছে নাগরিক সমাজও।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
ওএফবি