ওয়াশিংটনে জলবায়ু পরির্বতন সংক্রান্ত প্রতিবাদে অংশগ্রহণ করে গ্রেফতার হলেন জোয়াকিন ফিনিক্স।
দুবারের অস্কার বিজয়ী খ্যাতনামা হলিউড অভিনেতা ও সমাজকর্মী জেন ফন্ডা প্রথম জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হন।
ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, আইন ভঙ্গের কারণে শুক্রবার (৯ জানুয়ারি) ১৪৭ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের তালিকা প্রকাশ করেননি পুলিশ।
জানা গেছে, ফিনিক্সের বক্তৃতা শুনতে আন্দোলনে অনেকেই হাজির হয়েছিলেন।
ফিনিক্স জানান, মাংস ও দুগ্ধ শিল্প জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ।
অভিনেতার কথায়, কখনো কখনো আমরা বুঝে উঠতে পারি না, জলবায়ু পরির্বতন সংক্রান্ত সমস্যার সঙ্গে কীভাবে লড়াই করব। আপনারাই পারেন প্রতিদিনের কিছু অভ্যাসের পরিবর্তন এনে এই জলবায়ু পরিবর্তন রুখতে। কিছু জিনিস থাকে যা পরিবর্তন করা যায় না। কিন্তু ইচ্ছে করলে আমরা আমাদের খ্যাদাভ্যাসের পরিবর্তন ঘটাতে পারি।
এ আন্দোলনে অংশ নেওয়ার কারণে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত জেন ফন্ডা’সহ অনেকেই আইন ভঙ্গের দায়ে গ্রেফতার হন। অবশ্য পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়। জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ও সবুজায়নের লক্ষ্যে তারা এ আন্দোলন করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ওএফবি