তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ‘অবসকিওর’ ব্যান্ডের ভোকাল সাঈদ হাসান টিপু।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই তার হার্টে ব্লক ছিল।
‘এরপর তিনি স্কুটি নিয়ে হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই যাত্রাপথে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ’
তিনি আরও বলেন, ‘সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ফার্মগেটের চার্চের পাশে তাকে সমাহিত করা হবে। প্রিন্স যেন ওপাড়ে ভালো থাকেন, সবাই সেই প্রার্থনা করবেন। ’
ক্রিস্টোফার গোমেজ প্রিন্স ১৯৭৫ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। চ্যানেল আই নেসক্যাফে গেট সেট রক অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। সেখানে বিচারক প্যানেলের বিবেচনায় তিনি ‘সেরা ব্যাস শিল্পী’ হিসেবে মনোনীত হন।
২০১৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি তিনি ‘অবসকিওর’ ব্যান্ডদলে যোগ দেন। তার এই অকাল মৃত্যুতে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
জেআইএম/ওএফবি/এমকেআর