ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

দিতি সরকারের কণ্ঠে আনন্দের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, জানুয়ারি ২৬, ২০২০
দিতি সরকারের কণ্ঠে আনন্দের গান দিতি সরকার

ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন দিতি সরকার গাইলেন আনন্দের গান। ‘মনটারে যখন বান্ধিলি রে পরাণ রাখিয়া/যাওয়ার কি আর সাধ্য আছে তোরে ছাড়িয়া’- তারেক আনন্দের এমন কথার ‘প্রেমের মানুষ’ শিরোনামের গানটির সুর-সংগীতায়োজন করেছেন সজীব দাস। 

এ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী দিতি সরকার বলেন, আমার খুব বেশি মৌলিক গান প্রকাশ হয়নি। এ গানটি আমার ক্যারিয়ারে নতুন সংযোজন হলো।

সজীব দাস, তারেক আনন্দ ভাই আমাকে একটি মৌলিক গান উপহার দিলেন। সত্যিই আমি অভিভূত। আশা করছি গানটি ভালো লাগবে সবার।
 
সজীব দাস বলেন, গানের ভাবনার সঙ্গে মিল রেখে সুর-সংগীত করেছি। দিতি দারুণ গেয়েছে। দিতির জন্য শুভ কামনা।

তারেক আনন্দ বলেন, এ বছর আমার কথায় বেশকিছু গান প্রকাশ হবে ধারাবাহিকভাবে। বছরের প্রথম দিন প্রকাশ হয় প্রদীপ্ত বাপ্পির কণ্ঠে ‘মাতাল’ গানের মিউজিক ভিডিও। একই মাসে দিতির কণ্ঠে প্রকাশ হলো ‘প্রেমের মানুষ’। ‘প্রেমের মানুষ’ গানটি আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।

শনিবার ( ২৫ জানুয়ারি) গানকুটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গান-ভিডিও ‘প্রেমের মানুষ’।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।