ওইদিন বিকেল ৫টা থেকে উৎসব শুরু হয়ে একটানা চলবে রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত। এ প্রসঙ্গে বাংলা খেয়াল উৎসবের অন্যতম উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান বলেন, সংস্কৃতির পরিশীলন হয় উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে।
উৎসবে করিম শাহাবুদ্দিন, ড. হারুনুর রশীদ, নাশিদ কামাল, শাহীন সামাদ, ইন্দ্রমোহন রাজবংশী, ফেরদৌস আরা, রেজওয়ানা চৌধুরী বন্যা’র মতো সংগীত ব্যক্তিত্বদের সঙ্গে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সী শিল্পীরা।
২০১৪ সালে আজাদ রহমানের নেতৃত্বে চ্যানেল আই এই বাংলা খেয়াল উৎসবের আয়োজন শুরু করে। চ্যানেলটির ছাদ বারান্দায় অনুষ্ঠিতব্য উৎসবটি সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
ওএফবি