এ উৎসবে অষ্টম দিন (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর’র আলোচিত প্রযোজনা ‘আওরঙ্গজেব’। এটি প্রাঙ্গণেমোরের সপ্তম প্রযোজনা।
মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটির নির্দেশনায় অনন্ত হিরা। ধর্ম নিয়ে মুঘল সাম্রাজ্যের নির্মম প্রাসাদ রাজনীতি ও ষড়যন্ত্র এবং তার আধুনিক সমকালীন বিশ্লেষণ, প্রয়োগ ও উপস্থাপনের নাটক ‘আওরঙ্গজেব’।
১৯ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার মঞ্চে ঐতিহাসিক নাটকের আধুনিক উপস্থাপন দেখার অভিজ্ঞতা থেকে বঞ্চিত না হতে দর্শকদের আহ্বান জানিয়েছেন প্রাঙ্গণেমোরের অন্যতম প্রতিষ্ঠাতা নূনা আফরোজ।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ওএফবি