‘চশমা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমীন জোহা শশী ও রওনক হাসানসহ অনেকে।
নাটকটির গল্পে দেখা যাবে, ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে সংগ্রামী ছাত্র-জনতার ডাকে গণসংগ্রামে অংশ নেন আবু হোসেন ও তার বোন রেবা।
সেদিন আবু হোসেন ও রেবার বড় ভাই আসাদের অফিসও ধর্মঘট হয়। তাই তাদের বাবা সাদত হোসেন উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন ছেলে ও মেয়ের জন্য। তবে সবাই ফিরলেও আসাদ ফেরেন না। জানা যায় অফিস থেকে বাসায় ফেরার পথে আসাদও পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। এমন খবর শুনে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘চশমা’ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় নাগরিক টিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
জেআইএম/