বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড তথা মু্ম্বাই পুলিশ ও মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে একাধিকবার।
এবার এই সংক্রান্ত ভুয়া খবরে অক্ষয় কুমারের নাম জড়ানোর জেরে বিহারের এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানির মামলা ঠুকে দিলেন অভিনেতা।
ইউটিউব জুড়ে রশিদ সিদ্দিকির পোস্ট করা ভিডিওতে রয়েছে একাধিক মিথ্যা, রঙ চড়ানো তথ্য। যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। অক্ষয় কুমারকে নিয়ে বিভ্রান্তিমূলক ভিডিও তৈরির জেরে রশিদের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানির মামলা দাখিল করেছেন অক্ষয়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরে নিয়েও রশিদ সিদ্দিকি বহু ভুয়া ভিডিও তৈরি করেছে। ২৫ বছরের সিদ্দিকি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। বিহারের এই যুবকের চ্যানেলটির নাম ‘এফএফ নিউজ’। মানহানির পাশাপাশি, জনসমক্ষ কুৎসা রটানো, ইচ্ছাকৃত অপমানের মতো ধারা লাগনো হয়েছে রশিদ সিদ্দিকির বিরুদ্ধে।
গেলো ১৪ জুন বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। আপাতত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মামলার তদন্ত করেছে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
ওএফবি