বিশ্বখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এই প্রথম করোনা মহামারি সম্পর্কিত গান প্রকাশ করলো। ‘লাইফ গোজ অন’ শিরোনামের গানটিতে করোনার আগের ও পরের জীবনে পরিবর্তন ও আগামীর স্বপ্ন ফুটে উঠেছে।
১৯ নভেম্বর ইউটিউবে প্রকাশ হওয়ার পরপরই ট্রেন্ডিং-এ চলে আসে গানটি। এখন পর্যন্ত ৭ কোটির বেশিবার গানটি দেখা হয়েছে।
‘লাইফ গোজ অন’ গানচিত্র পরিচালনা করেছেন জিওন জাং কুক। কোভিডের আগের ও পরের পরিস্থিতি তুলে ধরেছেন তিনি। গানে দেখানো হয়, বিটিএস’র ছয় সদস্য আগে একসঙ্গে মুক্তভাবে মজা করতে বের হতে পারতেন, কিন্তু নতুন স্বাভাবিক পরিস্থিতিতে আর সবার মতোই তারা যে যার বাড়িতে বন্দি জীবন কাটাচ্ছেন।
‘লাইফ গোজ অন’ গানটির সিংহভাগ কোরিয়ান ভাষাতে হলেও, সমবেত কণ্ঠে গাওয়া অংশটুকু ইংরেজি। সবমিলিয়ে বরাবরের মতোই প্রত্যাশা পূরণ করেছে দক্ষিণ কোরিয়ান ব্যান্ডদলটি।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমকেআর