ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

আসছে বাবা-ছেলেদের ‘আপনে’র সিকুয়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, নভেম্বর ২৯, ২০২০
আসছে বাবা-ছেলেদের ‘আপনে’র সিকুয়েল সানি দেওল, ধর্মেন্দ্র ও ববি দেওল

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘আপনে’র সিকুয়েল নির্মিত হচ্ছে। এতে অভিনয় করবেন ববি দেওল ও তার ভাই সানি দেওল।

 

রোববার (২৯ নভেম্বর) ধর্মেন্দ্র তার টুইটার আইডিতে ‘আপনে ২’ নির্মাণের কথা জানিয়েছেন। বর্ষীয়ান এই অভিনেতা সিনেমাটির টাইটেল গান শেয়ার করে লেখেন, আপনাদের আশীর্বাদ ও শুভ কামনা নিয়ে আমরা ‘আপনে ২’ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

দুই ছেলে ববি দেওল ও সানি দেওলের সঙ্গে অভিনয় করা ধর্মেন্দ্রর প্রথম সিনেমা ‘আপনে’। এরপর তারা তিনজন একসঙ্গে অভিনয় করেছেন কমেডি সিনেমা ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’তে। এটির সিকুয়েল মুক্তি পায় ২০১৮ সালে। ‘আপনে’র সিকুয়েল দিয়ে বড় পর্দায় ফিরছেন ধর্মেন্দ্র।  

এদিকে সম্প্রতি ধর্মেন্দ্র ও হেমা মালিনি পরিবার খুশির সংবাদ শুনেছে। আরও একবার নানা-নানী হয়েছেন তারা। ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ছোট মেয়ে অহনা গত ২৬ নভেম্বর যমজ সন্তানের জন্ম দিয়েছেন। যার জন্য তারা সবাই অনেক আনন্দিত। তবে এ বিষয়ে সামাজিক মাধ্যমে কিছু লেখেননি কিংবদন্তি এই অভিনেতা।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।