ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিনোদন

অদ্ভুত এক গ্রামের গল্প নিয়ে ধারাবাহিক নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, নভেম্বর ৩০, ২০২০
অদ্ভুত এক গ্রামের গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘১০০-তে একশ’র একটি দৃশ্য

প্রবাসপুর নামের অদ্ভুত এক গ্রামের পুরুষরা বেশিরভাগই প্রবাসে থাকেন। আর নারীরা গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করেন।

নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে দোকান, হাট-বাজার সবকিছুতে তাদের কর্তৃত্ব।
 
এই গ্রামে টাকার কোন চল নেই। ডলারে লেনদেন হয়! এখানে সবাই সুখে-স্বাচ্ছন্দ্যে বসবাস করেন। কেউ কারো চেয়ে কম নয়। প্রত্যেকেই ‘১০০-তে একশ’। বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু করোনা ভাইরাস এসে এলোমেলো করে দিলো সবকিছু। পুরুষরা সবাই বিদেশ থেকে ফিরে আসেন। যাতে বদলে যেতে থাকে গ্রামের চিত্র!

মুনতাহা বৃত্তা’র রচনায় এমনই গল্পে ধারাবাহিক নাটক ‘১০০-তে একশ’ নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।  

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ আরও অনেকে।  

নির্মাতা জানান, ১ ডিসেম্বর থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক নাটকটি। প্রতি রোব, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টায় এটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।