ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

লেখক হবার ইচ্ছায় প্রেমিকার বাধা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, ডিসেম্বর ৬, ২০২০
লেখক হবার ইচ্ছায় প্রেমিকার বাধা! সজল ও মিম

ছোট পর্দার অভিনেতা আব্দুন নূর সজল ও অভিনেত্রী নাদিয়া আফরিন মিম জুটি বেঁধে অভিনয় করেছেন ‘শহুরে বানর’ নামের একটি নাটকে।

সাইফ উদ্দীন আজাদের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মামুন খান।

সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটি প্রসঙ্গে সজল বলেন, মানুষ তার ইচ্ছের কাছের বন্দি, এমনই এক অসাধারণ গল্পে কাজটি করেছি। আমার সঙ্গে মিম অভিনয় করেছেন। দর্শকরা এই কাজটির মাধ্যমে সুন্দর একটি ম্যাসেজ পাবেন।  

নাটকটির গল্পে দেখা যাবে, একটি নামী কোম্পানির উচ্চপদে চাকরি করেও সন্তুষ্ট নন সজল। কারণ গাড়ি-বাড়ি, টাকা-পয়সা থাকা সত্ত্বেও তার মনের মধ্যে শান্তি নেই। যে কোম্পানিতে তিনি চাকরি করেন, সেই কোম্পানির মালিকের মেয়ের সঙ্গেই তার প্রেম।

একটা সময় সজল বুঝতে পারেন, ধন-সম্পত্তি চাইলেই করা যায়, কিন্তু মনের ইচ্ছা অনেক সময় চাইলেও পূরণ করা যায় না। তার ছোটবেলা থেকেই ইচ্ছা লেখক হওয়ার। একটা সময় সে সবকিছু ছেড়ে দিয়ে তার মনের ইচ্ছাটাকে পূর্ণতা দিতে চায়! আর তাতেই অবাক প্রেমিকা ও তার পরিবার।  

পরিচালক মামুন খান বলেন, মানুষ অনেকাংশেই তার ইচ্ছার পূর্ণতার কাছে বন্দি। অনেক সময় চাইলেও সমাজের কারণে নিজেদের ইচ্ছাগুলো মাটিচাপা দিয়ে দিতে হয়। সেরকমই গল্পে আমার এই নাটকটি।

তিনি আরও জানান, খুব শিগগিরই এটি টেলিভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।