ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

বাগদান সারলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, ডিসেম্বর ৮, ২০২০
বাগদান সারলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ অপর্ণা ও শত্রুজিতের পাশে নির্মাতা শাফায়েত মনসুর রানা

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট ও বড় পর্দার নন্দিত অভিনেত্রী অপর্ণা ঘোষ। পাত্র শত্রুজিৎ দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

শত্রুজিৎ দত্ত পেশায় ইঞ্জিনিয়ার, পড়াশোনা করেছেন জাপানে। তাদের দুইজনের বাড়িই চট্টগ্রামে।

অপর্ণার ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে বাংলানিউজ বিষয়টি নিশ্চিত হয়েছে।  

সূত্র জানায়, সোমবার (০৭ ডিসেম্বর) অপর্ণা ও শত্রুজিতের আশীর্বাদ সম্পন্ন হয়েছে। আগামী ১০ ডিসেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

চট্টগ্রামের মেয়ে অপর্ণা ২০০৬ সালে ঢাকায় এসে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নেন। ছিলেন সেরা চারে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নাটক-টেলিছবি ও সিনেমায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘দর্পণ বিসর্জন’ এবং ‘গণ্ডি’ সিনেমায় দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
জেআইএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।