ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাইফ সাপোর্টে সংগীত প্রযোজক সেলিম খান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
লাইফ সাপোর্টে সংগীত প্রযোজক সেলিম খান সেলিম খান

গুরুতর অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা’র কর্ণধার সেলিম খান।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সংগীতার সিইও ও সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান।

 

তিনি বলেন, আগে থেকেই ভাইয়া ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) সমস্যাটি আরও প্রকট হয়। এরপর আমরা তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করি। সেখানে তার করোনা ধরা পড়ে। এরপর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসি। কিন্তু তার অবস্থার অবনতি বাড়তে থাকলো, বিশেষ করে রোববার (৬ ডিসেম্বর) থেকে। বুধবার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সবার কাছে ভাইয়ার জন্য দোয়া চাচ্ছি।  

রবিন আরও বলেন, বুধবার দুপুর ১২ টায় চিকিৎসকেরা ভাইয়াকে লাইফ সাপোর্টে নেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।

দেশের বহুল খ্যাতনামা সংগীত প্রতিষ্ঠান সংগীত। প্রতিষ্ঠানটির সঙ্গে সুই-সুতোইয়ের মতো জড়িত এর কর্ণধার সেলিম খানের নাম। অর্থাৎ, সংগীতা মানেই ‘সেলিম খান প্রেজেন্টস’। সেই নব্বই দশক থেকে এখন অবধি দেশীয় সংগীতের অগ্রগতিতে সংগীতার অবদান অনস্বীকার্য।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।