ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রখ্যাত কোরিয়ান পরিচালক কিম কি-দুকের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
প্রখ্যাত কোরিয়ান পরিচালক কিম কি-দুকের মৃত্যু কিম কি-দুক

দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে দ্য কোরিয়ান হেরাল্ড।

জানা যায়, গত মাসের মাঝামাঝিতে কিম লাটভিয়ায় যান। তিনি লাটভিয়ার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সহায়তা করতে সেখানে যান। পরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

কিম কি-দুক অন্তত ২৫টি চলচ্চিত্র নির্মাণ করেছেন বলে জানায় ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। তার পরিচালিত সিনেমা বিভিন্ন সময়ে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে।

কিম কি-দুক পরিচালিত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বার্ড কেজ ইন’, ‘রিয়েল ফিকশন’, ‘থ্রি আয়রন’, ‘টাইম’, ‘ড্রিম’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।