ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সফল অগ্রযাত্রায় জেকে মজলিস

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
সফল অগ্রযাত্রায় জেকে মজলিস দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন জেকে মজলিস

একটি টেলিভিশনের ফোক স্টেশনের সফল প্রথম সিজন সম্পন্ন করার পর এই মুহূর্তে দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী জেকে মজলিস।  

হ্যাঁ, আরটিভি ফোক স্টেশনে প্রথম সিজনে জেকের ফিচারিয়ংয়ে গান তৈরি হয়েছে ১৮০টি।

আর চলতি সিজনেও প্রথম লটে প্রচার হচ্ছে ৭৮টি গান। পরের লটেও ৭৮টি গান প্রচার হবে বলে জানান জেকে।

এর মধ্যেই নতুন সাফল্যের খবর জানান দিলেন জেকে। ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক  অ্যাওয়ার্ডস ২০২০’- এ আগের বছরের সেরা সংগীত পরিচালক (২০১৯) এর জন্য পুরস্কার জিতেছেন জেকে। সুদীপ কুমার দীপের কথায় সানিয়া সুলতানা লিজার কণ্ঠে ‘বারোটি মাসে’ গানের জন্য এই পুরস্কার জেতেন জেকে। এছাড়াও জেকের কম্পোজ করা অনুরূপ আইচের কথায় ‘দোষ দিবো না’ গানের জন্য সেরা লোকশিল্পীর পুরস্কার জিতেছেন সায়রা রেজা।  

সংগীতে নিজের সফলতা প্রসঙ্গে জেকে বলেন, ‘পুরস্কার আসলে অনুপ্রাণিত করে। কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। তাই ভালো কাজের ক্ষুধা আরও বেড়ে গেল। ’ 

প্রসঙ্গত, নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভিতে প্রতি শনিবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হয় ফোক স্টেশন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।