ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

শাকিব খানকে নায়কই মনে করেন না আফ্রি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
শাকিব খানকে নায়কই মনে করেন না আফ্রি! শাকিব খান ও সেলিনা আফ্রি

চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মডেল-অভিনেত্রী সেলিনা আফ্রি।  

সম্প্রতি এই অভিনেত্রী অংশ নেন শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় টেলিভিশন টকশো '৩০০ সেকেন্ড'-এ।

এই শোতে উপস্থিত হয়ে জয়ের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।  

অনুষ্ঠানের এক পর্যায় আফ্রিকে জয় প্রশ্ন করেন, ‘একজন নায়কের নাম বলুন, যে খুব জনপ্রিয় কিন্তু তাকে নায়কই মনে হয় না। ’ 

প্রশ্নটির উত্তরে আফ্রি সোজাসাপ্টা বলেন, ‘শাকিব খান। যে খুব জনপ্রিয় অথচ তাকে নায়ক হিসেবেই মনে হয় না। ’

আফ্রির এমন মন্তব্যে খেপেছেন শাকিব ভক্তরা। বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর সমালোচনা করেছেন অনেকে।

আরিফ নামে একজন সামাজিক মাধ্যমে লেখেন, ‘ভালো কাজ করলে অবশ্যই মানুষ গ্রহণ করবে, অযথাই মানুষকে নিয়ে বাজে মন্তব্য করলে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। ’ 

শ্রাবন্তী নামে আরেকজন লেখেন, ‘যদিও উনাকে আজ প্রথম দেখলাম, কিন্তু ওনার কথাগুলো এমন হবে আশা করিনি। ’

মোহাম্মদ হোসেন নামে আরেক ব্যক্তি লেখেন, ‘শাকিবকে নায়ক মনে হয় না এটা বলা ঠিক না। এই মেয়েটাকে আমি কখনো দেখিনি, চিনিও না। সে আবার মানুষকে ব্যঙ্গ করে। ’ 

গত নভেম্বরের প্রোগ্রামে এমন প্রশ্ন-উত্তরের বিষয়টি হলেও সম্প্রতি সামনে আসে এর প্রতিবাদ। ঐ অনুষ্ঠানে বাংলাদেশের দর্শকদের রুচিগত পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন আফ্রি। তার মতে, কলকাতার দর্শক দেখে আর বাংলাদেশের দর্শক না দেখেই মন্তব্য করে।

‘স্বপ্ন যে তুই’ সিনেমায় পার্শ্ব অভিনেত্রী হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে সেলিনা আফ্রির। এই সিনেমাটির পর ‘নীল ফড়িং’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া মিউজিক ভিডিও ও ওয়েব প্ল্যাটফর্মে কাজ করতে দেখা গেছে এই তরুণীকে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।