ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেতা নিরবের মাতৃবিয়োগ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
অভিনেতা নিরবের মাতৃবিয়োগ 

অভিনেতা ও মডেল নিরব হোসেনের মা নুরজান আলম মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।  

নিরব নিজেই তথ্যটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে তার মা অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি।

মরদেহ নিরবের গ্রামের বাড়ি রাজবাড়িতে নেওয়া হবে। জানাযা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।