ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘বদি’ ভাইয়ের প্রয়াণে স্মৃতিকাতর ‘মুনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
‘বদি’ ভাইয়ের প্রয়াণে স্মৃতিকাতর ‘মুনা’ ‘কোথাও কেউ নেই’ নাটকে আব্দুল কাদের ও সুবর্ণা মুস্তাফা

তুমুল জনপ্রিয় ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে শোকাহত দেশের বিনোদন অঙ্গন। তার স্মৃতিতে কাতর হয়েছেন ‘কোথাও কেউ নেই’-এর ‘মুনা’খ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

 

সামাজিকমাধ্যম ফেসবুকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা শেয়ার করেন ১৯৮৬ সালের একটি বিশেষ ঘটনা। তিনি ও হুমায়ুন ফরীদি তখন ভারতে যাচ্ছিলেন। একদিন পরেই ফ্লাইট। হঠাৎ করেই তাদের ঘরের দরজায় টোকা দেন এক অতিথি। তিনি ছিলেন কাদের ভাই। তার হাতে ছিল একটি ক্যামেরা।

সুবর্ণা লেখেন, ‘ক্যামেরাটা আমাদের দিলেন তিনি। বললেন, ‘ইন্ডিয়া যাবা, সুন্দর সুন্দর জায়গা দেখবা আর ছবি তুলবা। ’ এমনই ছিলেন কাদের ভাই। ’

তখন সুবর্ণাদের ঘরে সত্যিই কোনও ক্যামেরা ছিল না। বিস্ময়ের সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘কাদের ভাই কীভাবে এটা জেনেছিলেন তা এখনও আমার কোনও ধারণা নেই। এটা আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর মধ্যে অন্যতম একটা। ’

আব্দুল কাদেরের সহ-অভিনেত্রী নয়, একজন প্রিয় শুভানুধ্যায়ী হিসেবেও স্মৃতিকাতর সুবর্ণা মুস্তাফা। প্রিয় অভিনেতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি শান্তিতে বিশ্রাম নিন কাদের ভাই। আমরা সবাই আপনাকে ভালোবাসি। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।