ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে অবন্তী সিঁথির নতুন গান ‘প্রয়োজন’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
প্রকাশ্যে অবন্তী সিঁথির নতুন গান ‘প্রয়োজন’ অবন্তী সিঁথি

নতুন গান প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী অবন্তী সিঁথির কণ্ঠে। বর্ণ চক্রবর্তীর কথা, সুর ও সংগীতায়োজনে সিঁথির কণ্ঠের এই গানের শিরোনাম ‘প্রয়োজন’।

এ গান প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, ‘প্রথমবারের মত বর্ণ চক্রবর্তী দাদার কথা সুর এবং কম্পোজিশনে গাইতে পেরে খুব ভালো লাগছে। অসাধারণ একটি গান বানিয়েছেন তিনি। গানটিতে তুলে ধরা হয়েছে, আমাদের ভুলে যাওয়া কঠিন বাস্তব প্রয়োজনের কথা। ’

বর্ণ চক্রবর্তী বলেন, ‘এই দুর্যোগময় সময়ে আমরা হারিয়েছি আমাদের আপনজনদের। আমাদের ছেড়ে চলে যাচ্ছেন একে একে অনেক প্রিয় মানুষ না ফেরার দেশে। অবন্তী সিঁথি সেই সকল মানুষদের স্মৃতিতে গাইলেন ‘প্রয়োজন’ গানটি। নতুন বছর শুরু হোক নতুন করে পথচলা দিয়ে। শুভকামনা অবন্তী সিঁথির জন্য। আশা করি, গানটি সবার ভালো লাগবে। ’

শনিবার (২৬ ডিসেম্বর) গানটি প্রকাশ পেয়েছে হিউজ স্টুডিওর ব্যানারে। এটি পাওয়া যাবে হিউজ টিভির ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।