ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন জায়েদ খান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
বাবা হারালেন জায়েদ খান বাবার সঙ্গে জায়েদ খান

ঢাকাই সিনেমার অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বাবা এম এ হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিষয়টি জায়েদ খান নিজেই জানিয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, আমার আব্বা নাই। আজ সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এর আগে জায়েদ খান জানিয়েছিলেন, তার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার গলায় টিউমার হয়েছে।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে এম এ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুরে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। পিরোজপুরে দু’টি জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।