ম্যাসিভ হার্ট অ্যাটাক করে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব ও ব্যান্ডদল ফিডব্যাক’র প্রধান সদস্য ফুয়াদ নাসের বাবু। শুক্রবার (৮ জানুয়ারি) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুণী এই সংগীত ব্যক্তিত্বের হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ায় শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনায় দোয়া-প্রার্থনা করেছেন অনেকেই। শুরুতে তাকে নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল, সেটি এখন আর নেই। হ্যাঁ, ফুয়াদ নাসের বাবু এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত বলে বাংলানিউজকে জানিয়েছেন গুণী সংগীত পরিচালক ফরিদ আহমেদ।
তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত ভোর ৪টার দিকে রিং পরানোর পর বাবু ভাই শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা আমাদের অবগত করেন। তার হার্টে দুটি ব্লক ছিল, যার একটি সম্পূর্ণ, অন্যটি ৭০ ভাগ। শতভাগ ব্লক হওয়াটি থেকে মুক্তির জন্য একটি রিং পরানো হয়। আর ৭০ ভাগ যে ব্লকটা, সেটি ওষুধের মাধ্যমে কমানো হবে। তবে, এর জন্য লাগবে বেশ লম্বা সময়ই। এখনও তাকে রাখা হয়েছে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ’
ফরিদ আহমেদ আরও বলেন, ‘শুরুর ভয় তো সম্পূর্ণই কেটে গেছে এবং ডাক্তার জানিয়েছেন আগামী দু’দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন। অবশ্য বাবু ভাইকে চলতে হবে সম্পূর্ণ নিয়ম মেনে। ’
শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর বনশ্রীতে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফুয়াদ নাসের বাবু। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে, তার হার্ট অ্যাটাক হয়েছে। এ অবস্থায় দ্রুত তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিউই) ভর্তি করা হয়। রাতভর চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত হন।
৭০ দশকে প্রতিষ্ঠিত দেশের অন্যতম সেরা ব্যান্ড ফিডব্যাক’র প্রতিষ্ঠাতা সদস্য ফুয়াদ নাসের বাবু। শুরু থেকে আজ অবধি ব্যান্ডটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। সুদীর্ঘ পাঁচ দশকের সংগীত ক্যারিয়ারের ব্যান্ডের পাশাপাশি অসংখ্য শিল্পীর জন্য বিভিন্ন ঘরানার গান তৈরি করেছেন তিনি। কাজ করেছেন জিজ্ঞেল, নাটক এবং সিনেমাতেও।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
ওএফবি