বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ এপ্রিল।
রোববার (২৪ জানুয়ারি) সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা বাংলানিউজকে বলেন, ‘গত ৩১ ডিসেম্বর আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনার জন্য এ বছর সমিতির ভোটে দেরি হচ্ছে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে আগামী ২ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। নির্বাচনের ৪৫ দিন আগে থেকে নির্বাচন কমিশনার ভোটের কার্যক্রম শুরু করবেন’।
পরিচালক সমিতির সর্বশেষ ভোট হয়েছে ২০১৯ সালের ২৫ জানুয়ারি। এতে মুশফিকুর রহমান গুলজার সভাপতি এবং বদিউল আলম খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শোনা যাচ্ছে এবার সমিতির নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে এখনো কেউ অনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
জেআইএম