ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

জন্মদিনে নতুন গান নিয়ে আসছেন সায়েরা রেজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জানুয়ারি ৩১, ২০২১
জন্মদিনে নতুন গান নিয়ে আসছেন সায়েরা রেজা কণ্ঠশিল্পী সায়েরা রেজা

জন্মদিনে শ্রোতাদের নতুন গান উপহার দিতে যাচ্ছেন ফোকশিল্পী সায়েরা রেজা। সোমবার (১ ফেব্রুয়ারি) নিজের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে ‘পরান পাখি ময়না’ শিরোনামের একটি মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

ফোক ও রোমান্টিক ধাঁচের গানটি লিখেছেন জাহাঙ্গীর রানা এবং সুর ও সংগীত আয়োজন করেছেন শান।  

সায়েরা রেজা জানান, গানপ্রেমীরা সাদরে তার নতুন গানটি গ্রহণ করবেন বলে তার প্রত্যাশা।

চলতি বছরে সায়েরার দ্বিতীয় গান এটি। এর আগে বছরের প্রথম দিন বের হওয়া তার সুফী-রক ঘরানার ‘দিওয়ানা মাস্তানা’ গানটি ইতোমধ্যে শ্রোতা মহলে সাড়া ফেলেছে।  

‘ধার ধারি না পাড়া পড়শির’, ‘ওরে সোনা’, ‘তা হবে না’, ‘আসাম যাবো’সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী সায়েরা রেজা। ২০২০ সালে দেশের সেরা ফোক গায়িকা হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পান তিনি।  

‘পরান পাখি ময়না’ গানটি সায়েরা রেজা নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।