ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

তৃণমূলে যোগ দিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, মার্চ ৪, ২০২১
তৃণমূলে যোগ দিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি অদিতি মুন্সি

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি। বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে তৃণমূল ভবনে সৌগত রায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন অদিতি।

 

সংগীতশিল্পী অদিতি মুন্সি বৈবাহিক সূত্রে উত্তর ২৪ পরগনা যুব তৃণমূল সভাপতি দেবরাজ চক্রবর্তীর স্ত্রী। তার শ্বশুরমশাইও তৃণমূলের পুরনো কর্মী। সম্প্রতি তার প্রয়াণ ঘটেছে। দিন কয়েক ধরেই অদিতির তৃণমূলে যোগদানের জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হল। তৃণমূল সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি।  

এদিন তৃণমূলে যোগ দিয়ে অদিতি বলেন, ‘বিয়ের আগে রাজনীতির সঙ্গে আমার তেমন যোগ ছিল না। বিয়ের পরে আমি আমার শ্বশুরমশাই ও স্বামীকে রাজনীতি করতে দেখে অনেক কিছু শিখেছি। আমি মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন সেখানেই সততা রয়েছে। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন আমি তা পালন করবো। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।