ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কিম কার্দাশিয়ান এখন ‘বিলিয়নিয়ার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
কিম কার্দাশিয়ান এখন ‘বিলিয়নিয়ার’ কিম কার্দাশিয়ান

‘কিপিং আপ উইথ কার্দাশিয়ান’ টিভি রিয়েলিটি শো দিয়ে ২০০৭ সালে আলোচনায় উঠে আসেন কিম কার্দাশিয়ান। এরপর ক্যারিয়ারে অনেক আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে এবার নাম লেখালেন বিলিয়নিয়ার তালিকায়।

নিজের প্রসাধনী পণ্য ও পোশাক ব্রান্ড থেকে অর্জিত আয় তাকে এ তালিকায় নাম লেখানোর পেছনে বেশি সহযোগিতা করেছে। এছাড়াও টেলিভিশন, বিভিন্ন পণ্যের প্রচারণা, বিনিয়োগ থেকেও আয় করেছেন কিম। বিশ্বের বিলিয়নিয়ার তালিকায় কিম এখন ২ হাজার ৭৫৫ জনের একজন। তালিকার শীর্ষে আছেন ১৭৭ বিলিয়ন ডলার সম্পদের মালিক আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

গত বছর ২০০ মিলিয়ন ডলারে নিজের প্রসাধনী পণ্য কেকেডব্লিউর ২০ শতাংশ বিক্রি করেন কিম। করোনাকালেও ব্যবসায়ে সফলতা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে কিমের লাখ লাখ অনুসারী। করোনার লকডাউনের মধ্যে সেখানেই পণ্যের প্রচারণা চালিয়েছেন তিনি।

সদ্য সাবেক স্বামীর সঙ্গে কিম কার্দাশিয়ান

ফেব্রুয়ারিতে স্বামী কেনে ওয়েস্টের সঙ্গে ছাড়াছাড়ি হয় কিমের। বিলিয়নিয়ার তালিকায় আছেন কিমের সদ্য সাবেক স্বামীও।

আরও পড়ুন: ভাঙছে কিম কার্দাশিয়ানের সংসার

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।