ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ০১ জুন ২০২৩, ১২ জিলকদ ১৪৪৪

বিনোদন

অর্জুন রামপাল করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
অর্জুন রামপাল করোনায় আক্রান্ত অর্জুন রামপাল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের অভিনেতা অর্জুন রামপাল।  করোনা আক্রান্ত হলেও কোনো উপসর্গ নেই অর্জুনের।

ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য।  অর্জুন নিজের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। মেনে চলছেন সব ধরনের সতর্কতা।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। কোনো উপসর্গ না থাকলেও আমি নিজেকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি এবং কোয়ারেন্টিনে থাকছি। প্রয়োজনে চিকিৎসকের সাহায্যও নিচ্ছি। যা যা নিয়ম মেনে চলা উচিত, সব কিছুই মেনে চলছি। যারা বিগত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা নিজেদের যত্ন নিন এবং সাবধানতা অবলম্বন করুন। এই সময়টা খুবই ভয়ের। তবে আমরা যদি এই সংক্ষিপ্ত সময়ের জন্য সাবধান হতে পারি, তবে দীর্ঘকালীন লাভ আমাদেরই হবে। একসঙ্গে আমরা করোনাকে হারাতে পারি এবং আমরা তা করব’।

অর্জুনকে শেষ দেখা গিয়েছিল জানুয়ারি মাসে ‘নেল পলিশ’ ছবিতে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa