ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘রাধে’র ট্রেলারে ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, এপ্রিল ২২, ২০২১
‘রাধে’র ট্রেলারে ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির সালমান 'রাধে'র ট্রেলার

প্রায় দেড় বছর পর পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে।

 

সিনেমাটির মুক্তিকে সামনে রেখে ‘রাধে’র ট্রেলার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (২২ এপ্রিল)। ট্রেলারে ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হয়েছেন সালমান। এছাড়া আবেদনময়ী দিশা পাটানি জ্যোতি ছড়িয়েছেন।
 
২০২০ সালে ‘রাধে’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তি আটকে যায়।  

বুধবার (২১ এপ্রিল) ঘোষণা আসে, আগামী ২৩ মে বড় পর্দায় মুক্তি পাবে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। একইদিনে সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জিপ্লেক্সেও। এছাড়া বিভিন্ন ডিটিএইচ সার্ভিসেও দেখা যাবে সিনেমাটি। ফলে অ্যাকশন সিনেমাটি ভাইজানের ভক্তরা যার যেখানে সুবিধা দেখতে পারবেন।  

 ‘রাধে’ সিনেমায় সালমানের বিপরীতে থাকবেন দিশা পাটানি। এতে খলচরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুদা, তার সঙ্গে থাকছেন জ্যাকি শ্রফও।  

এটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল। আগের পর্বের মতো নতুনটিও পরিচালনা করছেন প্রভুদেবা।

 

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।