ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

ফের বিয়ে করলেন গায়িকা ইভা রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, সেপ্টেম্বর ২০, ২০২১
ফের বিয়ে করলেন গায়িকা ইভা রহমান

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বদৌলতে গায়িকা হয়ে ওঠা ইভা রহমান আবারও বিয়ে করেছেন। গায়িকা নিজেই এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

 

মাহফুজুর রহমানের সঙ্গে বেশ অনেক আগেই তার ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানা গেছে।  

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ইভার। তার স্বামীর নাম সোহেল আরমান। তিনি একজন ব্যবসায়ী ও ঢাকারই ছেলে।  

ইভা বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের আত্মীয়স্বজনরা তার বিয়েতে উপস্থিত ছিলেন। নতুন করে জীবনটা শুরু করলাম। সবার দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি। ’

এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেন ইভা রহমান। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।