ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

গাঁজা সেবন করতেন সালমানের সাবেক প্রেমিকা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, অক্টোবর ৮, ২০২১
গাঁজা সেবন করতেন সালমানের সাবেক প্রেমিকা! সোমি আলী-সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলী। নব্বইয়ের দশকের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি।

এ অভিনেত্রী জানিয়েছেন, গাঁজা সেবন করতেন তিনি।

মাদক মামলায় গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সোমি আলী। সেখানে এ অভিনেত্রী লেখেন, ‘জীবনে কখনো মাদক নেয়নি এমন বাচ্চা রয়েছে কি? আমাকে এটা বলুন। বাচ্চাটাকে এবার বাড়ি যেতে দিন। দেহব্যবসার মতো মাদকও কোনোদিন সমাজ থেকে সরিয়ে দেওয়া যাবে না, এই দুটোকেই বৈধ করা প্রয়োজন। কেউ তো আর আজীবন সাধুপুরুষ থাকে না, সব বাচ্চাই ভুল করে। ’

নিজে গাঁজা সেবন করেছেন উল্লেখ করে এ অভিনেত্রী লেখেন, ‘আমার যখন ১৫ বছর বয়স আমি গাঁজা খেয়েছিলাম। এরপর দিব্যা ভারতীর সঙ্গে আন্দোলন সিনেমার শুটিংয়ের সময় আমি গাঁজা সেবন করি। এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। ’

আরিয়ানকে সমর্থনে সোমি আরো লিখেন, ‘বিচার ব্যবস্থা নিজের দৃষ্টিভঙ্গি প্রমাণ করতে আরিয়ানকে ব্যবহার করছে, অকারণে এই বাচ্চার কষ্ট পাবার মানেটা কী! এর বদলে বিচার ব্যবস্থার উচিত ধর্ষণকারী, খুনীদের ধরে উপযুক্ত সাজা দেওয়ার। ’ 

যুক্তরাষ্ট্রের উদাহারণ টেনে এ অভিনেত্রী লেখেন, ‘১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আজ পর্যন্ত তারা সুবিধা করতে পারেনি। শাহরুখ-গৌরীর কথা ভেবেই আমার মন কাঁদছে, তাদের জন্য প্রার্থনা রইলো। আরিয়ান তুমি কোনো দোষ করোনি এবং এর সুবিচার তুমি পাবেই। ’

‘আন্ত’, ‘ইয়ার গাদ্দার’, ‘আও পেয়ার কারে’, ‘চুপ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সোমি। বর্তমানে নেই তিনি। ‘নো মোর টিয়ার্স’ নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করছেন এ অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।