ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

শানের কণ্ঠে ‘মাতাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, অক্টোবর ৯, ২০২১
শানের কণ্ঠে ‘মাতাল’

নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী শান শাইক। ‘মাতাল’ শিরোনামের গানটির কথা লিখেছেন রকিব হোসেন, সুর ও সংগীতায়োজন শিল্পী নিজেই করেছেন।

শানের নতুন এই মিউজিক ভিডিও দিয়ে লায়নিক মিউজিক আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া এতোদিন একই চ্যানেলে গান ও ফিকশন প্রকাশ করে আসছিল।

গানটি প্রসঙ্গে ‘কন্যা রে’খ্যাত শিল্পী শান বলেন, গানটি একটু অন্যরকম। আমি সাধারণত যে ধরনের গান করি, তার থেকে একেবারেই আলাদা। ভালো লাগছে এই গান দিয়ে লায়নিক মিউজিকের যাত্রা শুরু হচ্ছে। বছর তিনেক আগে আমার আরেকটি গান দিয়েই লায়নিক মাল্টিমিডিয়ার যাত্রা শুরু হয়েছিল।

আদিত্য রুপুর নির্দেশনায় ‘মাতাল’-এ মডেল হয়েছেন রিফাত ও একান্ত তাসনিম। রাজধানীর বেশকিছু লোকেশনে রোমান্টিক আবহে গানটির শুটিং করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।