ক্রিকেট খেলা নিয়ে নির্মিত হলো ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। যেখানে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়ারে ভূমিকায় অভিনয় করেছেন ১১ জন অভিনেতা।
নাটকটিতে মারজুক রাসেল অভিনয় করেন ক্রিস গেইলের ভূমিকায়। ব্রায়ান লারার চরিত্রে দেখা যাবে হাবু ভাই খ্যাত চাষি আলমকে। এছাড়াও শিবনারায়ণ চন্দরপল চরিত্রে হাসান মাসুদ ও অ্যান্ড্রে রাসেলের চরিত্রে দেখা মিলবে তানজিম হাসান অনিককে।
‘টিম ওয়েস্ট ইন্ডিজ’ নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা মাইদুল রাকিব। সিফাত হোসেনের সংলাপে, নাটকটির চিত্রনাট্য রচনাও করেছেন এ নির্মাতা। এর আগে ‘গার্লস স্কোয়াড’, ‘আতঙ্ক’, ‘গরুর মাংস’সহ একাধিক নাটক বানিয়েছেন এ নির্মাতা।
রাকিব বলেন, ‘এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। তাই ভাবলাম ক্রিকেটকে প্রাধান্য দিয়ে নাটক বানালে মন্দ হয় না। গল্পে কমেডির পাশাপাশি ক্রিকেটের নানা বিষয় তুলে ধরেছি। আশা করছি, দর্শকদের ভালো একটি কনটেন্ট উপহার দিতে পারব। ’
রাজধানীর উত্তরার পর গেল বুধবার থেকে বরিশালের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, ওয়ালিউল হক, সামান্তা পারভেজ, পাভেলসহ অনেকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’ নাটকটি আরটিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
এনএটি