চুয়াডাঙ্গা: নতুন একটি গান উপহার দিতে যাচ্ছেন উদীয়মান তরুণ শিল্পী আজিজুল হাকিম আশিক।
‘মহাজোট’ শিরোনামের গানটির কথা, সুর ও কণ্ঠ শিল্পীর নিজেরই।
গানটি প্রসঙ্গে আশিক বলেন, ‘মহাজোট’ এমন একটি গান যেখানে নিজের আত্মসমালোচনা করা হয়েছে। বাংলাদেশ তথা পৃথিবী জুড়ে কতো অন্যায়, পাপ, দুর্নীতি চলছে। এগুলো কিন্তু অন্য কোনো নিম্ন শ্রেণির জীব করছে না। আমাদের মতো শ্রেষ্ঠ জীবই করছে। আমাদের কারণেই পৃথিবী আজ হাঁপিয়ে উঠেছে। সেই সব বিষয়েই নিজের আত্মসমালোচনা করা হয়েছে গানটিতে।
তিনি আরও বলেন, আমরা একে অন্যকে দোষারোপ করা, প্রতিবাদ করায় লিপ্ত আছি। ফলাফল কী? শূন্য! কিন্তু যদি আমরা নিজেদেরকেই নিজেরা পরিবর্তন করতে পারি, তাহলে এই অন্যায় ও পাপ আর থাকবে না। প্রতিবাদের মিছিলেও অংশ নিতে হবে না। পৃথিবী সুস্থ হয়ে উঠবে।
১৫ নভেম্বর রেডিও কণ্ঠ মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ পাবে আজিজুল হাকিম আশিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপল মিউজিক, আমাজন প্রাইম মিউজিকসহ বেশ কিছু অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্ট, নভেম্বর ০৮, ২০২১
জেআইএম