বিয়ে নিয়ে ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহানের দাবি ‘মিথ্যা’ প্রমাণ হয়েছে। নিখিল জৈনের মামলায় আদালত ‘নুসরাতের সঙ্গে বিয়ে বৈধ’ বলে ঘোষণা দিয়েছে।
ফলে নিখিলের সঙ্গে বিয়ে না করে ‘লিভইন রিলেশন’র যে কথা নুসরাত বলেছিলেন, তা আর ধোপে টিকলো না।
এদিকে নিখিল জানিয়েছেন, ‘বিয়ে বৈধ নয় বলে নুসরাতের দাবির কারণে তার কাছে ভরণপোষণ চাইতে পারবেন না তিনি। ’
এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমকে নিখিল বলেন, ‘আমি যে মামলা করেছিলাম, তাতে আমার জয় হয়েছে। জন্মদিনের দিন এই খবর পেয়ে খুব খুশি আমি। শুধু আমি না, আমার বাবাও খুব খুশি। মা হাঁপ ছেড়ে বেঁচেছেন। ’
তবে এ বিষয় এখনো চুপ রয়েছেন নুসরাত জাহান।
২০১৯ সালে তুরস্কে ডেসটিনেশন ওয়েডিং করেছিলেন নুসরাত ও নিখিল। বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্ক ভেঙে যায়! তুরস্কে নুসরাত ও নিখিলের বিয়ে হলেও ভারতে বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। সেই কারণেই অ্যানালমেন্টের মাধ্যমে নুসরাতের থেকে আলাদা হতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিখিল।
নিখিলের অ্যানালমেন্টের প্রস্তাবে রাজি ছিলেন না নুসরাত। এরমধ্যে নাম চলে আসে যশ দাশগুপ্তের। পরে এই অভিনেতার সন্তানের মা হন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
জেআইএম